দক্ষিণ এশিয়ার যুব উন্নয়নে অবদান রাখায় ভারতে অনুষ্ঠিত ২য় গ্লোবাল ইয়ূথ ডেভেলপমেন্ট সামিট ২০২৩ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ইলিয়াস হোসেন।
সম্প্রতি বিশ্বের ১১টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে কলকাতার একটি পাঁচতারকা হোটেলে ইলিয়াস হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপাল জাতীয় সংসদের স্পিকার ইন্দিরা রানা মাগার।
অ্যাওয়ার্ড পেয়ে ইলিয়াস হোসেন বলেন, আমার স্বপ্ন বাংলাদেশের মানুষকে ইংরেজি বিষয়ে দক্ষ করে গড়ে তোলা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। আজকের এই জায়গায় পৌছাতে অনেক কষ্ট ও ত্যাগ শিকার করতে হয়েছে। এই জন্য আমি পরিবার ছেড়ে ২০১৯ সালে ঢাকায় চলে আসি।
তিনি আরও বলেন, আমার প্রতিষ্ঠিত ‘ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ডে’ বর্তমানে প্রায় ৫০০ মানুষ ভাষা শিখছে। এখানে অসহায়দের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষ করে পথশিশুদের।

ইলিয়াস হোসেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে মাস্টার্স সম্পন্ন করেছেন। ব্যক্তি জীবনে সংযুক্ত আছেন প্রায় ২০টি সামাজিক সংগঠনের সাথে, সমাজকর্মের পাশাপাশি তিনি ইয়ুথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন। তিনি বর্তমানে চুক্তিভিত্তিকভাবে বাংলাদেশ পুলিশ, শেখ হাসিনা যুব উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে, ইপিলিয়ন গ্রুপসহ বিভিন্ন কর্পোরেট অফিসে ইংরেজি শেখাচ্ছেন। ইংরেজি ভাষাকে সহজভাবে মানুষের কাছে পৌছিয়ে দিচ্ছেন তার অনলাইন ভিডিও কনটেন্ট দিয়ে। তিনি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছেন।