চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রেমে বিচ্ছেদ হলেই সরকারি সাহায্য

জীবনে প্রেম করেনি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। প্রেম এমন একটি অনুভূতি যখন হয় মনে হয় যেন এটাই স্বর্গ। কিন্তু এই প্রেমই কাল হয়ে দাঁড়ায় যখন এই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। যেকোনো সম্পর্কের বিচ্ছেদ কষ্টকর কিন্তু প্রেমের বিচ্ছেদের শোক কাটানো কঠিন হয়ে যায়।

সে কথা মাথায় রেখেই বিচ্ছেদ যন্ত্রণায় তরুণ প্রজন্মের পাশে দাঁড়াতে চলেছে নিউজ়িল্যান্ড সরকার। এ দেশের সরকারের তরফে সম্প্রতি এমনই ঘোষণা করা হয়েছে।

বিচ্ছেদের পর অবসাদগ্রস্তদের পাশে ‘লাভ বেটার’ নামে একটি প্রচারণামূলক কর্মসূচির মাধ্যমেই সাহায্য করবে সরকার। মূলত ১৬-২৪ বছর বয়সিরা এই কর্মসূচির আওতায় পড়বেন। এই ধরনের অভিনব কর্মসূচির পরিকল্পনা করছেন নিউ জিল্যান্ড সরকারের মন্ত্রী প্রিয়ঙ্কা রাধাকৃষ্ণান। সম্প্রতি এর জন্য বাজেট ঘোষণা করেছে সরকার।

এই কর্মসূচির প্রথম উদ্দেশ্য হল দেশের তরুণ প্রজন্মকে বিচ্ছেদের হতাশা থেকে তুলে এনে স্বাভাবিক জীবনে ফেরানো। ২০২২ সালের নিউজিল্যান্ডের তরুণ প্রজন্মের মধ্যে চালানো একটি সমীক্ষা বলছে, ১৬ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে প্রায় ৮৭ শতাংশ বিচ্ছেদের পর অবসাদের শিকার। অবসাদ থেকে মুক্তি পেতে অনেকেই আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন। সমীক্ষার এই রিপোর্ট পৌঁছয় সরকারের কাছে। তার পরেই তরুণ প্রজন্মের পাশে দাঁড়াতে এমন একটি উদ্যোগে নেয় সরকার।