চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘মানুষের ভালোবাসা অর্থ দিয়ে ওজন করা যায় না’

হবিগঞ্জে শিক্ষকের কাছ থেকে গাড়ি উপহার পাওয়ার পর হিরো আলম

হিরো আলমকে গাড়ি উপহারের ঘোষণা দিয়ে আলোচনায় হবিগঞ্জের চুনারুঘাটের শিক্ষক এম. মখলিছুর রহমান। তার হাত থেকে উপহারের গাড়ি বুঝে নিয়েছেন হিরো আলম। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সেই শিক্ষকের কাছ থেকে গাড়ি বুঝে নেন তিনি।

এদিন হিরো আলমকে অভ্যর্থনা জানাতে জমকালো আয়োজন করেন ওই শিক্ষক। দুপুরে হিরো আলম সেখানে পৌঁছালে ভিড় করে হাজারও মানুষ। এসময় ঘোষণা দেয়া উপহারের গাড়িটির চাবি হিরো আলমের হাতে তুলে দেন শিক্ষক মখলিছুর। শুধু তাই নয়, তাকে সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্টও তুলে দেন তিনি।

গাড়ি পাওয়ার পর আপ্লুত হিরো আলম বলেন,‘উপহারের গাড়িটি আমি গ্রহণ করেছি, কিন্তু এটি আমি নিজে ব্যবহার করবো না। অনেক অসহায় দুস্থ মানুষ আছেন, যারা দুর্ঘটনা কিংবা জরুরি রোগে আক্রান্ত হয়ে অ্যাম্বুলেন্সে হাসপাতালে যেতে পারেন না। তাই এই গাড়িটিকে অ্যাম্বুলেন্স বানিয়ে মানুষের কল্যাণে ব্যবহার করা হবে।’

হিরো আলমের এমন ঘোষণায় উপস্থিত দর্শকরা তুমুল কড়তালি দেয়। হিরো আলম এসময় সবার উদ্দেশে বলেন, ‘মানুষের ভালোবাসা অর্থ দিয়ে ওজন করা যায় না। সিলেটবাসী আবারও প্রমাণ করলেন, তারা কথা দিলে কথা রাখেন।’

পুরো অনুষ্ঠানটি শিক্ষক এম. মখলিছুর রহমানের ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়। সর্বশেষ লাইভে দেখা যায়, অনুষ্ঠান শেষে হিরো আলমকে নিজের বাড়ি নিয়ে গেছেন মখলিছুর রহমান। সেখানে দুপুরের খাবারের আয়োজন করা হয়।

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। সেই ঘটনায় আবেগতাড়িত হয়ে তাকে গাড়ি উপহার দেয়ার ঘোষণা দেন হবিগঞ্জের চুনারুঘাটের শিক্ষক এম. মখলিছুর রহমান। গাড়িটি হিরো আলমের হাতে তুলে দিয়ে তিনিও নির্ভার।