বান্ধবী অমৃতা অরোরা সহ করোনা আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এরপর থেকে তারা রয়েছেন আইসোলেশনে। তাদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছে মুম্বাই সিটি কর্পোরেশন।
কিন্তু কীভাবে করোনা আক্রান্ত হলেন কারিনা? এবার সেটি নিয়েই তার পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করেছেন কারিনার মুখপাত্র।
অভিনেত্রীর মুখপাত্র জানিয়েছেন, সম্প্রতি করণ জোহরের একটি ডিনার পার্টিতে অংশ নিয়েছিলেন কারিনা। যেখানে উপস্থিত ছিলেন বলিউড তারকাদের আরও অনেকেই। ঠিক সেই পার্টিতেই একজন ব্যক্তি উপস্থিত ছিলেন, যিনি বার বার কাশি দিচ্ছিলেন। তার মতে হয়ত সেই ব্যক্তির মাধ্যমেই ভাইরাসটি অনেকের মাঝে ছড়িয়ে পড়েছে। তিনিই হয়তো ভাইরাসটি ছড়ানোর ক্ষেত্রে ‘হটস্পট’ হিসেবে কাজ করেছে।
সেই প্রেক্ষিতে কারিনার হয়ে তার মুখপাত্র জানান, ওই ব্যক্তির পার্টিতে অংশ নেওয়ার পূর্বে অবশ্যই সতর্ক হওয়া উচিত ছিল।

এদিকে শুরুতে কারিনা নিজেও এ বিষয়ে সতর্ক ছিলেন না। পরবর্তীতে বিএমসির কড়া সতর্কতায় নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে কারিনা কোভিড পজিটিভ হওয়ার খবর জানানন। সেই সঙ্গে তার সংস্পর্শে আসা সকলকে করোনা টেস্ট করানোরও আহ্বান জানান।
চলতি সপ্তাহেই কারিনা-অমৃতারা তাদের বন্ধু ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে জমিয়ে পার্টি করেছেন। রিয়া কাপুরের বাড়িতে প্রি-ক্রিসমাস পার্টিতে শামিল হয়েছিলেন কারিশমা, মালাইকারাও। যদিও তাদের রিপোর্ট পজিটিভ কিনা জানা যায়নি।
সীমা খান (সোহেল খান স্ত্রী) এবং মাহীপ কাপুর করোনা আক্রান্ত। মাহীপের কোভিড পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন স্বামী সঞ্জয় কাপুর।