পণ্য ও সেবার বৈশ্বিক গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে

উন্নয়নশীল দেশের কাতারে ওঠার আগে আরও ৫ বছর রপ্তানির জন্য বড় হুমকি হতে পারে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানের মতো অশুল্ক বাধা। রাসায়নিক পরিমাপে আন্তর্জাতিক মান অর্জন নিয়ে এক আলোচনায় বলেছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। কারণ, যুক্তরাষ্ট্র বাদে বিশ্বের প্রায় সব উন্নত দেশের বাজারে শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ। পণ্য এবং সেবার বৈশ্বিক গ্রহণযোগ্যতা অর্জনের কথা বলেছেন আলোচকরা।