চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মরদেহ নিয়ে সড়ক অবরোধ

টাঙ্গাইলের ঘাটাইলে জমিসংক্রান্ত বিরোধের জেরে কহিনূর নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশের মামলা না নেওয়া, আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে নিহতের মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেছে স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঘাটাইল-সাগরদীঘি সড়ক অবরোধ করে রাখে তারা। পরে গোপালপুর সার্কেল সহকারি পুলিশ সুপার মো. সোহেল রানা এবং ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম সরকারের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ববিন হায়দার চৌধুরী সাদির ছোট ভাই সামী চৌধুরীর সঙ্গে একই গ্রামের কহিনূরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় কহিনূরের সঙ্গে সামী চৌধুরীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সামী চৌধুরী তাকে ব্যাপক মারধর করে। এসময় কহিনূরের বাড়িতে কেউ ছিল না। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে আজ দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গোপালপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মো. সোহেল রানা বলেন, নিহতের পরিবারে পক্ষ থেকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।