চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইসি মো. আলমগীর

গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, সবার কাছ থেকে যে তথ্য পেয়েছি, নির্বাচনের পরিবেশ নিয়ে সকল প্রার্থী সন্তুষ্ট রয়েছেন, তারা যেকোন ফলাফল মেনে নিতে চেয়েছেন।

ইসি মো. আলমগীর বলেন, ৫০ শতাংশের উপর ভোট পড়েছে বলে মনে করছি। কোথাও অনিয়মের চেষ্টা করলে, ব্যবস্থা নিয়েছি।

‘যুক্তরাষ্ট্রের ভিসা নীতি’ নির্বাচন কমিশনের সাথে সম্পর্কিত কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসা নীতি’ নির্বাচন কমিশনের সাথে সম্পর্কিত নয়। দুই রাষ্ট্র বিষয়টি দেখবে।

এর আগে আজ বৃহষ্পতিবার সকাল ৮টায় ইভিএম পদ্ধতিতে শুরু হওয়া গাজীপুর সিটি নির্বাচনের ভোট শেষ হয় বিকাল ৪টায়। এখন চলছে ভোট গণনা।

এবারের নির্বাচনে ভোটার ছিল ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ ও পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ১৮ জন রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার।

নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৪৯৭টি কক্ষে ভোট গ্রহণ কার্যক্রম চলে। কেন্দ্রে কেন্দ্রে ছিল সিসি ক্যামেরা। এগুলো ঢাকা থেকে মনিটরিং করা হয়। মোট ৪ হাজার ৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়।

নির্বাচনে মেয়র পদে আটজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Labaid
BSH
Bellow Post-Green View