চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বর্ধমানে গেইলকে দেখতে দর্শকদের হুড়োহুড়ি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার পুরনো ক্রিকেট টুর্নামেন্ট রাজনন্দিনী কাপে আমন্ত্রিত অতিথি ছিলেন ক্রিস গেইল। টেনিস বলের ক্রিকেট প্রতিযোগিতাটিতে ক্যারিবীয় তারকাকে একনজর দেখতে হুমড়ি খেয়ে পড়ে দর্শকরা, পুলিশের নিরাপত্তা দেয়াল ভেঙে মাঠে ঢুকে যায়। বিশৃঙ্খলায় পদদলিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল।

কলকাতা থেকে শনিবার দুপুরে দুবারের টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী গেইল বর্ধমানের মালির মাঠে ঢোকার আগেই বিশৃঙ্খলা শুরু হয়। দর্শকদের ধাক্কাধাক্কিতে বড় দুর্ঘটনার পরিস্থিতি হয়।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

স্থানীয় সময় দুপুর ২টার দিকে বর্ধমানের মাটিতে পা দেন গেইল। দিনটি ছিল রাজনন্দিনী কাপের শেষদিনের ম্যাচের মঞ্চ।

খেলার মাঝে হুড খোলা গাড়িতে গেইল মাঠ প্রদক্ষিণ করছিলেন। তার নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি পুলিশ মোতায়েন ছিল। তবে দর্শকদের উন্মাদনায় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। মুহূর্তেই দর্শকরা মাঠে ঢুকে পড়ে স্রোতের মতো। দায়িত্বে থাকা পুলিশরা হিমশিম খেতে থাকেন নিয়ন্ত্রণ আনতে। পদদলিত হয়ে বড় দুর্ঘটনার পরিস্থিতি সৃষ্টি হয়।

রাজনন্দিনী কাপ স্থানীয় টুর্নামেন্ট হলেও এতে ডিআরএসের মতো প্রযুক্তির ব্যবহার হয়েছে। ইউটিউব চ্যানেলে করা হয় ম্যাচগুলোর সম্প্রচার। বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই আসরের আয়োজন করা হয়।

এর আগে প্রতিযোগিতায় কপিল দেব, গৌতম গম্ভীর, হরভজন সিংরাও আমন্ত্রিত হয়ে এসেছেন। ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারাও এসেছিলেন একবার। করোনাভাইরাসের জন্য গত দুবছর টুর্নামেন্ট স্থগিত ছিল। এবার চার দিনের টেপ টেনিস ক্রিকেটের আসরটি আয়োজনের পর ভিন্ন কারণে এলো শিরোনামে।