‘ভারত-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ যদি আইপিএল নিলামের আগে হতো, তাহলে সম্ভবত অনেক ফ্র্যাঞ্চাইজিদের কাছে তাকে কেনার জন্য টাকা থাকতো না, সে এত দামি খেলোয়াড় হতো।’
সিরিজের দুই ম্যাচে দাসুন শানাকার অসাধারণ পারফরম্যান্স দেখে এমন কথা বলেছেন ভারতের সাবেক বাঁহাতি ওপেনার গৌতম গম্ভীর।
সবশেষ এশিয়া কাপ জেতা শ্রীলঙ্কান অধিনায়কের ভারত সফর দুর্দান্ত কাটছে। তবে সদ্য শেষ হওয়া আইপিএল নিলামে দল পাননি ডানহাতি এই অলরাউন্ডার। ভিত্তি মূল্য ৫০ লাখ রুপিতে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দলই। যদিও স্যাম কারেন, ক্যামেরন গ্রিন, বেন স্টোকসদের মতো অলরাউন্ডাদের চাহিদা ছিল আকাশছোঁয়া।
তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে ১৫০ এর বেশি স্ট্রাইকরেটে এখনও সর্বাধিক রান সংগ্রাহক শানাকা। প্রথম টি-২০তে শ্রীলঙ্কা দুই রানে হারলেও ১৬৬ স্ট্রাইকরেটে ২৭ বলে করেছিলেন ৪৫ রান। দ্বিতীয় টি-২০ তে আরও ক্ষুরধার ছিলেন তিনি। ২৫৪ স্ট্রাইকরেটে ২২ বলে করেছেন ৫৬ রান, নিয়েছেন দুই ইউকেট। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।