
আজ শনিবার তৃতীয় মেয়াদে তুরস্কের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। দুই দশক দেশটি শাসন করার পর ঐতিহাসিক রানঅফ নির্বাচনে জয়লাভ করে আজ ৩ জুন রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্ট ভবনে কয়েক ডজন বিশ্ব নেতার উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠানে তুরস্কের রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেছেন এরদোয়ান। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ এবং সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডসহ অনেকেই উপস্থিত ছিলেন এইসময়।
শপথ নিয়ে এরদোয়ান বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি তুর্কি জাতির মর্যাদা, সংহতি, এই দেশের স্বাধীনতা, অস্তিত্ব ও নিরাপত্তা রক্ষার শপথ নিয়েছি। এছাড়াও সংবিধান ও আইনের শাসন, গণতন্ত্র, রাষ্ট্রীয় মূলনীতি ও কামাল আতাতুর্কের সংস্কার মেনে চলারও অঙ্গীকার করছি।
এ সময় তার শপথ গ্রহণের অনুষ্ঠান তুরস্কের কয়েকটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

গত রোববার ২৮ মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতা কামাল কিলিচদারোগলুকে হারিয়ে জয়ী হয়েছেন এরদোয়ান। নির্বাচনে তুরস্কের ক্ষমতাসীন প্রেসিডেন্টএরদোয়ান ৫২.১৪ শতাংশ ভোট পান। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পান ৪৭.৮৬ শতাংশ ভোট।
গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার ভোটে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান এগিয়ে থাকলেও নির্বাচিত হতে ব্যর্থ হন। দেশটির নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট হতে হলে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পেতে হয়।