চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

টুইটারের নতুন সিইও লিন্ডা ইয়াক্কারিনো

KSRM

টুইটারের নতুন সিইওর নাম ঘোষণা করেছেন ইলন মাস্ক। এই পদের জন্য তিনি বেঁছে নিয়েছেন লিন্ডা ইয়াকারিনোকে। এখন থেকে লিন্ডা ইয়াকারিনোই টুইটারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।

লিন্ডা ইয়াকারিনো এনবিসি ইউনিভার্সালের প্রধান অ্যাডভার্টাইজিং সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করছিলেন। তিনি ২০১১ সাল থেকে এনবিসি ইউনিভার্সালের সাথে যুক্ত। তিনি কোম্পানির গ্লোবাল এইড অ্যান্ড পার্টনারশিপে প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন। এর আগে লিন্ডা বিনোদন ও ডিজিটাল বিজ্ঞাপন বিভাগেও কাজ করেছেন।

Bkash July

টুইটারের নতুন প্রধান নির্বাহী হিসেবে তার নাম ঘোষনা করলেন ইলন মাস্ক।

এর একদিন আগে ইলন মাস্ক জানিয়েছিলেন তিনি টুইটারের জন্য একজন নতুন সিইও খুঁজে পেয়েছেন। কিন্তু তখন তিনি কোন নাম প্রকাশ করেননি।

Reneta June

উল্লেখ্য, ইলন মাস্ক গত বছর ৪৪ বিলিয়ন ডলারে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারকে কিনে নিয়েছিলেন।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View