চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যুক্তরাষ্ট্রে ঈদুল আজহা উদযাপন

রাশেদ আহমেদ, নিউইয়র্ক: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্য্যে যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদ উল আযহা উদযাপন হয়েছে। দেশটির প্রায় তিন হাজার মসজিদ ও খোলা মাঠে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামাত আদায় করেন। নিউইয়র্কেও যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ উল আজহা উদযাপন হয়েছে।

নিউইয়র্কে চমৎকার আবহাওয়ায় সকাল থেকেই মসজিদ ও ঈদগা অভিমুখে মুসল্লিদের ঢল নামে। ছোট-বড় সব বয়সী মানুষের উপস্থিততে মসজিদ, খোলা মাঠ ও রাস্তা কানায় কানায় ভরে ওঠে। নিউইয়র্কে সবচেয়ে বড় জামাতগুলো অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে।

ঈদ জামাত শেষে খুতবা পাঠ করেন ইমামরা। মসজিদ ও খোলা মাঠের ঈদ জামাতের আয়োজনে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদসহ বিশিষ্টজনেরা। ঈদের নামাজের পর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

নিউইয়র্কের জ্যামাইকা ছাড়াও জ্যাকসন হাইটস, ব্রুকলিন, ব্রঙ্কস, লং আইল্যান্ডেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া লস অ্যাঞ্জেলেস, ডালাস, টেক্সাস, নিউ জার্সিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশি আমেরিকানসহ বিভিন্ন দেশের মুসলিম প্রবাসীরা অংশ নেন। ঈদ জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে যান কোরবানি করতে।

Labaid
BSH
Bellow Post-Green View