চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চলে গেলেন নাট্য নির্মাতা মোহন খান

জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা মোহন খান আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি

KSRM

জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা মোহন খান আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…)।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

Bkash July

মৃত্যুকালে মোহন খানের বয়স হয়েছিলো ৬৫ বছর।

বুধবার বাদ যোহর লালমাটিয়া জামে মসজিদ (বিবি মসজিদ) প্রাঙ্গণে মোহন খানের জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানান সাগর।

Reneta June

বাংলা নাটকে কক্সবাজার সমুদ্র সৈকতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয় মোহন খানকে। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে সমুদ্রে গাংচিল, গাংচিল ভালোবাসা, জোনাকীর গল্প, দূরের মানুষ, মধ্যরাতের অশ্বারোহী, বেলাভূমি, সমুদ্র সীমানায়।

তার প্রয়াণে শোক জানাচ্ছেন নাট্যাঙ্গণের তারকা নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পীরা।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View