চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কোটিপতি ধোনি চিকিৎসা করান ৪০ রুপিতে!

পোরশে থেকে ফেরারি, আছে বিলাসবহুল সব গাড়ি। সংগ্রহে নামীদামি ব্র্যান্ডের সব মোটরসাইকেল। ভারতীয় ক্রিকেটের নক্ষত্রপুত্র সেই মহেন্দ্র সিং ধোনিই চিকিৎসা করান মাত্র ৪০ রুপিতে!

দীর্ঘসময় ধরে হাঁটুর ব্যথায় ভুগছিলেন ধোনি। দেখিয়েছেন বহু ডাক্তার। ক্যালসিয়ামের অভাবে হাঁটুর ব্যথায় ভুগছেন ধোনি, জানিয়েছেন চিকিৎসকরা। বহু পথ্য গ্রহণ করলেও কাজের কাজটা হয়নি। বাধ্য হয়ে বাবা-মায়ের পুরনো আয়ুর্বেদিক চিকিৎসক বন্দর সিং খেরভারের কাছে ছুটে গিয়েছেন। সেখানে ৪০ রুপিতে চিকিৎসা করিয়েছেন ধোনি, অবস্থাও উন্নতির দিকে।

রাঁচি শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে লাপুংয়ের ঘন জঙ্গলে বাস সেই চিকিৎসকের। সেখানে ছুটে গিয়েছেন ধোনি। প্রথম দেখায় ধোনিকে চিনতে পারেননি সেই চিকিৎসক। পরে পরিচয় করিয়ে দেন কিংবদন্তির এক সঙ্গী।

ভিজিটিং ফি হিসেবে ২০ রুপি নিয়েছেন চিকিৎসক। এরপর ধোনিকে পর্যবেক্ষণ করে ২০ রুপির ঔষধ লিখে দিয়েছেন। গত একমাস যাবত নিয়মিতই সেখানে যাচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। অবস্থা এখন উন্নতির দিকে।

২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক ধোনির। তার নেতৃত্বে বিশ্বকাপের স্বাদ পেয়েছে ভারত। ২০১৯ সালে ক্রিকেটকে বিদায় বলার আগে খেলেছেন ৩৫০ ওয়ানডে, ৯০ টেস্ট ও ৯৮টি টি-টুয়েন্টি। রোহিত শর্মার পর ধোনিই একমাত্র ক্রিকেটার যিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫০টি টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন।