চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মার্কিন কংগ্রেসে অচলাবস্থা

মার্কিন প্রতিনিধি পরিষদ কংগ্রেসের স্পিকার ষষ্ঠ রাউন্ডেও নির্বাচিত না হওয়ায় কংগ্রেসে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা কেভিন ম্যাককার্থি বুধবার আরেকটি বিস্ময়কর পরাজয়ের সম্মুখীন হন। তিনি স্পিকার নির্বাচনের জন্য ভোটের ষষ্ঠ রাউন্ডেও হেরে যান।

এটি একটি বড় ধাক্কা যা তাকে ক্রমবর্ধমানভাবে বাধাগ্রস্ত করে এবং অনিশ্চয়তাকে বাড়িয়ে তুলছে। তিনি এখনও  একজন কার্যকর প্রার্থী হিসাবে আবির্ভূত হতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চচয়তা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রে গত ১০০ বছরেও কংগ্রেসের ইতিহাসে এমনটি হয়নি। প্রথম রাউন্ডের ভোটে স্পিকার নির্বাচনে ব্যর্থ হয়েছে হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদ। ফলে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ভোটে প্রতিনিধি পরিষদের স্পিকার হতে পারেননি কেউ-ই। খবর ওয়াশিংটন পোস্টের।

বুধবারের ষষ্ঠ রাউন্ডের ভোটেও কেউ নির্বাচিত হতে না পারায় দেশটির ইতিহাসে এক অভবাবনীয় ঘটনার জন্ম হয়েছে।

Labaid
BSH
Bellow Post-Green View