চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে হবে’

নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলায় দেশের ১৪টি সাংস্কৃতিক ফেডারেশনের নিন্দা

নড়াইলের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দেশের ১৪টি সাংস্কৃতিক ফেডারেশন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক আহমেদ গিয়াস প্রেরিত এক যৌথ বিবৃতিতে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলীয়া গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি অপরাধ করে থাকলে এর দায় একান্তই তার নিজস্ব- এর জন্য কোনো অবস্থাতেই সম্প্রদায় বা জাতিগোষ্ঠীকে দায়ী করা যায় না।

এ ধরনের নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে অদ্যাবদি এ ধরনের ঘটনার নেপথ্য নায়ক ও শক্তিকে চিহ্নিত করার দাবিও জানানো হয় বিবৃতিতে। সামাজিক মূল্যবোধ ও নীতি-নৈতিকতার অবক্ষয় রোধে সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিবৃতিদাতা সংগঠনসমূহ হলো: সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ, বাংলাদেশ গ্রামথিয়েটার, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্য জোট ও বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ।

গত শুক্রবার (১৫ জুলাই) নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলীয়া গ্রামে আকাশ সাহা নামের এক যুবকের কথিত ফেসবুক স্ট্যাটাসে ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত হানার অভিযোগে স্থানীয় হিন্দুদের বাড়িঘর-দোকানপাট ও মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নি-সংযোগ এবং লুটপাট করে ব্যাপক ক্ষতিসাধন ও ভীতিকর পরিস্থিতি তৈরি করে।