চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কুবির বাংলা বিভাগের ভাষা সাহিত্য পরিষদে নতুন কমিটি গঠন

রিয়াদ-তানভীরের নেতৃত্বে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘বাংলা ভাষা সাহিত্য পরিষদ ২০২২-২৩’ এর কমিটিতে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজাউল মোস্তফা রিয়াদ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানবীরুল অবরার।

রবিবার ১৫ জানুয়ারি নির্বাচন পরিচালনা কমিটি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

Bkash July

কমিটিতে আরও আছেন যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদা নাসরিন সোনালী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাইমুন মিয়া, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইমন আকন্দ, ক্রীড়া সম্পাদক মো. আরিফুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক মো. মাহবুব রহমান, প্রচার সম্পাদক পিয়াস মিয়া, সহ-প্রচার সম্পাদক মো. আবুল হোসেন। এছাড়াও বিভাগটির পাঁচ শিক্ষাবর্ষের পাঁচজন শ্রেণি প্রতিনিধি বাংলা ভাষা-সাহিত্য পরিষদের কার্যকরী পরিষদের কমিটিতে অন্তর্ভুক্ত হবে।

নবনির্বাচিত সহ-সভাপতি রেজাউল মোস্তফা রিয়াদ বলেন, ‘আমার উপর আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ। এই আস্থার প্রতিদান আমার কাজেই দেখা যাবে। সামনের দিনে কাজের মাধ্যমে আমাদের নতুন কমিটি নিজেদের সামর্থ্য প্রমাণ করবে।

Labaid
BSH
Bellow Post-Green View