চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দেশব্যাপী ‘গণতন্ত্র বাঁচাও’ আন্দোলনের ডাক কংগ্রেসের

সংসদ সদস্য হিসেবে রাহুল গান্ধীর অযোগ্যতা ঘোষণার প্রতিবাদে দেশব্যাপী ‘গণতন্ত্র বাঁচাও’ আন্দোলনের পরিকল্পনা করেছে কংগ্রেস। রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণার মাত্র এক দিনের মাথায় আজ শুক্রবার দুপুরে তাকে সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করেছে লোকসভা সচিবালয়।

রাহুলকে লোকসভায় অযোগ্য ঘোষণার পর জরুরি বৈঠক ডাকে তার দল কংগ্রেস। এই বৈঠকে কংগ্রেসের স্টিয়ারিং কমিটি, সব রাজ্যের কংগ্রেসের সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে হাজির হন। বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও।

বৈঠক শেষে সিনিয়র কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ‘আমরা রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণার বিষয়ে আমাদের রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করেছি। অভিষেক মনু সিংভি আমাদের আইনি কৌশল সম্পর্কে সদস্যদের অবহিত করেছেন। আমরা আগামী দিনে সারা দেশে বিক্ষোভের পরিকল্পনা করেছি’।

কংগ্রেস সকল বিরোধী দলীয় নেতাদেরকে রাহুল গান্ধীর সমর্থনে বক্তব্যকে স্বাগত জানিয়েছে এবং ‘নিয়মতান্ত্রিক’ বিরোধী ঐক্যের আহ্বান জানিয়েছে।