আজমির শরীফে সুফী সাধক খাজা মঈনুদ্দিন চিস্তির মৃত্যুবার্ষিকীতে যোগদানের জন্য ঘটনাস্থলে উপস্থিত হলে মাজারের খাদিমদের সাথে একদল তীর্থযাত্রীর হাতাহাতি হয়।
বেরেলভি সম্প্রদায়ের লোকজন তাদের সম্প্রদায়ের পক্ষে স্লোগান দেওয়ার ফলে মাজারের খাদিমরা রাগান্বিত হলে এ ঘটনা ঘটে।
ইন্টারনেটে সংঘর্ষের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে উভয় পক্ষকে মাজার প্রাঙ্গণে হাতহাতি বিনিময় করতে দেখা যায়।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের চেষ্টা করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, তীর্থযাত্রীরা যারা প্রথমে বেরেলভি সম্প্রদায়ের পক্ষে স্লোগান তুলেছিল তারা বিশৃঙ্খলার মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজস্থানের আজমির শরীফ দরগায় দু’দলের লোকদের মধ্যে একটি বিশাল লড়াই হয়েছে।
বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।