২০২২ সালের ঈদে প্রচার হয়েছিল আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত নাটক ‘চম্পা হাউজ’। প্রচারের পর ভিকি জাহেদের পরিচালনায় নাটকটি দর্শকদের মাঝে সাড়া ফেলে।
চ্যানেল আইয়ের পর্দায় ঈদে প্রচার হওয়া ‘চম্পা হাউজ’ পরে উন্মুক্ত হয় ‘চ্যানেল আই প্রাইম’ ইউটিউব চ্যানেলে।
দেশের দর্শকরা নাটকটি দেখে মুগ্ধ হন। পাশাপাশি ভারতীয় দর্শকরা হরর থ্রিলারধর্মী এ নাটকটি উপভোগ করেন। হিন্দিভাষি দর্শকদের কথা মাথায় রেখে এবার এ নাটকটিএলো হিন্দি ডাবিংয়ে।
চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, ভারতের হিন্দি ভাষাভাষী দর্শকদের চাহিদার কারণে ‘চম্পা হাউজ’ হিন্দিতে ডাবিং করা হয়েছে।

মজার ব্যাপার হচ্ছে, ‘চম্পা হাউজ’ দর্শকের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়েছে বলেই হয়তো দর্শক এর ‘পার্ট ২’ দেখার ইচ্ছে জানিয়ে মন্তব্য করছেন।