২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
আজ রোববার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৩৫তম বার্ষিক সিনেট সভায় এই বাজেট পাশ হয়। গত বছরের তুলনায় ৯ কোটি ৩০ লাখ টাকা বেশি বরাদ্দ করা হয়েছে এইবার।
প্রতিবারের মতো এবারো বাজেটের সিংহভাগ বরাদ্দ দেয়া হয়েছে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশনে। এ খাতে মোট বরাদ্দ হয়েছে ৩১৩ কোটি ৬১ লাখ টাকা। গবেষণা খাতে বরাদ্দ দেয়া হয়েছে মোট ৮ কোটি ৫৫ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য গবেষণা ও উদ্ভাবন খাতে যে বরাদ্দ দেয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে দাবি করেছেন একাধিক সিনেট সদস্য।
এদিকে প্রাথমিকভাবে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেয়া হয়েছে মাত্র ৬৩ লাখ টাকা। যা মোট বাজেটের ০ দশমিক ১৬ শতাংশ।
বিজ্ঞাপন