চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নিজেদের তৈরি প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করল চীন

KSRM

চীন তাদের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ আজ ২৮মে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করেছে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের পরিচালিত নতুন ‘সিনাইনওয়াননাইন’ বিমানটি স্থানীয় সময় সকাল ১০ টা ৩২ মিনিটে সাংহাই থেকে যাত্রা শুরু করে দুপুর ১২ টা ৩১ মিনিটে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুটি ইঞ্জিনযুক্ত বিমানটিতে ১৬৪টি আসন রয়েছে এবং প্রথম যাত্রায় এটি ১৩০ জনেরও বেশি যাত্রী বহন করেছিল।

Bkash July

বোয়িং এবং এয়ারবাসের মতো পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের সাথে মোকাবেলা করতে দেশটির এই প্রচেষ্টাকে এক নতুন মাইলফলক হিসেবে ভাবা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, এই বিমান বোয়িং এবং এয়ারবাসের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে।

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রকল্পটিকে চীনা উদ্ভাবনের জয় বলে আখ্যায়িত করেছেন।

Reneta June

‘বাণিজ্যিক বিমান কর্পোরেশন অফ চায়না’ বিমানটি তৈরি করেছে। বিমানের অপারেশনাল নিরাপত্তা যাচাই ও নিশ্চিত করতে গত বছরের ডিসেম্বরে প্রায় ১০০ ঘণ্টার একটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়। এছাড়াও প্রথম বাণিজ্যিক ফ্লাইটের আগে বিমানটি দিয়ে বেশ কয়েকবার পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

বিমানের একজন যাত্রী জানায়, ফ্লাইটটি খুবই মসৃণ, আরামদায়ক এবং স্মরণীয় ছিল। এই যাত্রাটি আমার অনেকদিন ধরে মনে থাকবে।

সোমবার থেকে বিমানটি সাংহাই এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংডুর নিয়মিত রুটে কাজ করবে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View