শিশুরা যেন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়: রাষ্ট্রপতি
পৃথিবী শিশুর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে এবং সকল শিশুর ভেতর লুকানো পূর্ণ সম্ভাবনার উন্মেষ ঘটাতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২০২০ ও ২১ সালের জাতীয় শিশু প্রতিযোগীতার পুরস্কার প্রদান করে রাষ্ট্রপতি বলেছেন, শিশুরা যেন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখতে পারে সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।