চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চেলসিকে উড়িয়ে ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তন

ওল্ড ট্রাফোর্ডে চেলসিকে ৪-১ গোলে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের সেরা চারে থাকা নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ হাতে রেখে রেড ডেভিলরা কেটেছে চ্যাম্পিয়ন্স লিগে আগামী মৌসুমের টিকিট।

বৃহস্পতিবার রাতে জয়ের পর ৩৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠেছে এরিক টেন হাগের দল। তাতে লিভারপুলের ভেঙেছে আশা। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে অলরেডরা পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করছে। ৬২ পয়েন্ট নিয়ে লিভারপুলের সঙ্গে ইউরোপা লিগে খেলবে ষষ্ঠ স্থান পোক্ত করা ব্রাইটন।

Bkash July

তিন ম্যাচ হাতে রেখে শিরোপা জেতা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৯, দ্বিতীয় হওয়া আর্সেনালের ৮১। দীর্ঘ ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা নিউক্যাসল ইউনাইটেড ৭০ পয়েন্ট নিয়ে চারে আছে।

ঘরের মাঠে ষষ্ঠ মিনিটেই লিড পায় ইউনাইটেড। ক্রিস্টিয়ান এরিকসেনের ক্রসে পাওয়া বল হেডে জালে জড়ান কাসেমিরো। বিরতির আগ মুহূর্তে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জাডেন সাঞ্চোর পাসে বল পেয়ে বাঁ-পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনে মার্শিয়াল।

Reneta June

৭৩ মিনিটে স্পটকিক থেকে রেড ডেভিলদের ৩-০ গোলে এগিয়ে দেন ব্রুনো ফের্নান্দেস। মিনিট পাঁচেক পর ব্যবধান আরও বাড়িয়ে নেন মার্কাশ র‍্যাশফোর্ড।

হাকিম জিয়েচের পাসে বল নিয়ে ডান পায়ের দূরপাল্লার শটে চেলসির হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন জোয়াও ফেলিক্স।

Labaid
BSH
Bellow Post-Green View