চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আইস্ক্রিনের কাছে যা প্রত্যাশা করেন চঞ্চল চৌধুরী

বাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ কনটেন্ট নির্ভর ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’ এর  ‘গালা ইভিনিং’এ বাড়ছে তারকাদের উপস্থিতি। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা থেকেই রাজধানীর শেরাটন হোটেলের বর্ণিল গ্র্যান্ড বলরুমে তাদের অভ্যর্থনা জানাচ্ছে আইস্ক্রিন।

এদিন সন্ধ্যায় উপস্থিত হয়েছেন বাংলায় অঘোষিত ‘ওটিটির রাজা’ খ্যাত তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী! কথা প্রসঙ্গে তিনি চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের কাছে জানিয়েছেন নিজের প্রত্যাশার কথা।

ইভিনিং গালা শুরুর আগ মুহূর্তে চ্যানেল আই অনলাইনকে এই অভিনেতা বলেন, কনটেন্ট বানাতে গেলে অনেকসময় ছাড় দিতে হয় বাজেটের কাছে। চ্যানেল আইয়ের এই প্লাটফর্মের কাছে চাইবো তারা যেন বিশ্বমানের কনটেন্ট বানান৷ বাজেট নিয়ে না ভাবেন।

চঞ্চল বলেন, ওটিটির কল্যাণে ভারতের দর্শক এখন নিয়মিত আমাদের কন্টেন্ট দেখেন। যেহেতু আইস্ক্রিন এলো, আমার বিশ্বাস আমাদের নতুন দ্বার উন্মুক্ত হলো।

তিনি বলেন, ‘চ্যানেল আইয়ের ইতিহাস অনেক পুরাতন। তারা যে মাধ্যমে বিচরণ করেছে সবখানে সফল হয়েছে। আমার বিশ্বাস আইস্ক্রিনও তেমন হবে।’