চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে সড়কের পাশে পার্কিং করা অটোরিক্সা নিয়ে খেলতে গিয়ে আফিফ (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
শহরের গুনরাজদী এলাকার আব্দুর রশিদ পাটওয়ারী সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় শাহিন (৪) নামে আরেক শিশু গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শী মিজান আখন্দ ও নিবির আহমেদ জানান, চালক বাবুল রাস্তার উপর ইজিবাইকটি রেখে জরুরি জিনিস আনতে ঘরে যায়। তবে ভুলবশত ইজিবাইকের চাবিটি গাড়িতে রেখে যায়। এরই মধ্যে শিশু আফিফ সহপাঠি শাহিনকে নিয়ে ইজিবাইকে উঠে চাবি ঘুড়িয়ে পিকআপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের দেয়ালে গিয়ে সজোরে ধাক্কা লাগে।

এসময় শিশু আফিফ ছিটকে গিয়ে দেয়ালের সাথে মাথায় প্রচণ্ড আঘাত পায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় আফিফের সহপাঠি শাহিন গুরুতর আহত হয়।