চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

দেশে ‘ভিআরএফ’ প্রযুক্তি প্রবর্তনের ১৫ বছর উদযাপন

‘সেফ এইচভিএসি-আর ২০২৩’ মেলায় দেশে ভিআরএফ প্রযুক্তি প্রবর্তনের ১৫ বছর উদযাপন করল ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড।

গত ১১ থেকে ১৩ মে পর্যন্ত তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। ২০০৭ সালে প্রথম ভিআরএফ সিস্টেম ইনস্টল করার পর বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক ভিআরএফ প্রজেক্ট কমপ্লিট করার অভিজ্ঞতা অর্জন করেছে ট্রাইটেক। ১৫ বছরের এই ভিআরএফ লিডারশীপ যাত্রা উদযাপনে ট্রাইটেক দেশে প্রথমবারের মত সর্বাধুনিক প্রযুক্তির মিডিয়া ভিআরএফ, ভি-৮ এর প্রদর্শনীর আয়োজন করে।

Bkash July

প্রদর্শনীর মূল আকর্ষণ, মিডিয়া ভি-৮ ভিআরএফ এ রয়েছে ইন্টিলিজেন্ট কন্ট্রোলিং সিস্টেম, আইপি-৫৫ প্রটেকশন লেভেল কন্ট্রোল বক্স, হাইপার-লিংক কমিউনিকেশনসহ বিভিন্ন যুগান্তকারী ফিচার। সামগ্রিক দিক বিবেচনায় বাজারে প্রচলিত অন্যান্য ভিআরএফ সিস্টেম থেকে মিডিয়া ভি-৮ সমগ্র বিশ্বে দ্রুত প্রসার ও গ্রহণযোগ্যতা লাভ করেছে।

২৮ শতাংশ বেশি এফিসিয়েন্সি সমৃদ্ধ মিডিয়া ভিআরএফ ভি-৮ বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। আর লেটেস্ট এই ভিআরএফ সম্পর্কে জানতে ট্রাইটেক-এর স্টলেও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত।

Reneta June

এক্সট্রিম টেম্পারেচারে পারফেক্ট অপারেশনের জন্য তৈরি মিডিয়া ভিআরএফ ভি-৮ ইতিমধ্যে ফিনলে সাউথ সিটি সপিং মল, বহদ্দরহাট (চট্টগ্রাম) এবং গ্রীন ন্যাচার হোটেল এন্ড রিসোর্ট, কক্সবাজার প্রজেক্টে ইনস্টলেশনের জন্য ব্যবহৃত হচ্ছে বলে জানায় ট্রাইটেক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ এইচভিএসি-আর কোম্পানি হিসেবে ট্রাইটেক ২০০৭ সালে সর্বপ্রথম বাংলাদেশে ভিআরএফ সিস্টেম ইনস্টল করে। আর সেই থেকে দেশে ভিআরএফ প্রযুক্তিতে বর্তমানে কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংগুলোর জন্য একটি জনপ্রিয় সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্রযুক্তি হিসেবে এটি সমাদৃত। ২০০৭ সালে শুরু হওয়া মিডিয়া এবং ট্রাইটেক-এর পার্টনারশীপ থেকে ইতিমধ্যে প্রায় শতাধিক প্রজেক্টে ১০,০০০ এর অধিক মিডিয়া ইউনিট ইনস্টল করার অভিজ্ঞতা ট্রাইটেক অর্জন করেছে। তাছাড়া, ট্রাইটেক এ রয়েছে দেশের সবচেয়ে বৃহৎ এইচভিএসি-আর ইঞ্জিনিয়ারিং, আফটার সেলস ও মেইনটেন্যান্স টীম।

Labaid
BSH
Bellow Post-Green View