চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজনৈতিক বাস্তবতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না, ইসি’র সংলাপে জাতীয় পার্টি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো যেনো ইসি’কে তীক্ষ্ণভাবে সমালোচনা না করেন, সেই জন্য সহিংসতা মুক্ত এবং অংশগ্রহণমূলক কিভাবে করা যায় জাতীয় পার্টির কাছে সেই সহযোগিতা চাইলো সিইসি। অন্যদিকে রাজনৈতিক বাস্তবতায় সুষ্ঠ নির্বাচন সম্ভব না বলে জানিয়েছে জাতীয় পার্টি।

রোববার (৩১ জুলাই) বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনে সংলাপে এ প্রস্তাব দেয় জাপা।

ইসির সংলাপে জাতীয় পাটির পক্ষে দলটির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেছেন, রাজনৈতিক বাস্তবতায় সুষ্ঠ নির্বাচন সম্ভব না। নির্বাচন কমিশন কি শক্তিশালী?

ইসির কথা অমান্য করলে অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য আইন করার প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির নেতারা জানিয়েছে, কোন সরকারের অধীনে ভোট হবে এটা ইসির কাজ না, এটা রাজনৈতিক বিষয়। তবে সুষ্ঠ ভোটের জন্য ইসিকে শক্তিশালী করার প্রস্তাব করেছে তারা।

আল্লাহর ফেরেশতা ইসি’তে আসলেও সুষ্ঠ ভোট হবে না বলে মন্তব্য করেছে জাতীয় পার্টি।

মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে জাপার ১৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করছেন।