রাজধানীর বনানী ক্লাব থেকে বিএনপির ৫৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী পরিকল্পনার জন্য সেখানে গোপন বৈঠক করছিলেন তারা।
ডিএমপির বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ৫৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বনানী ক্লাবে অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গোয়েন্দা পুলিশের সাথে বনানী থানা পুলিশও অভিযানে অংশ নেয় বলে জানা গেছে।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনানী ক্লাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদেরকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বনানী থানায় মামলা করার প্রস্তুতি চলছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।