চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ভেঙেই গেল পিকে-শাকিরার ১১ বছরের সংসার

২০১৭ সালে গুজব ছড়িয়েছিল বিচ্ছেদ হচ্ছে জেরার্ড পিকে ও শাকিরার। সেবার না হলেও এবার আর টিকল না ফুটবলের ‘আদর্শ’ খ্যাত জুটি। দীর্ঘ ১১ বছরের সংসার ভাঙার খবর একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন শাকিরা নিজেই।

কলম্বিয়ান গায়িকা তার বিবৃতিতে বলেছেন, ‘আমরা যে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি তা নিশ্চিত করার জন্য দুঃখিত। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারে থাকা শিশুদের ভালোর জন্য তাদের গোপনীয়তা রক্ষা করার অনুরোধ করছি। বুঝতে পারার জন্য আপনাদের ধন্যবাদ।’

Bkash July

স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর, অন্য নারীর সঙ্গী হয়ে পার্টি করছিলেন পিকে। সেখানে হাতেনাতে বার্সেলোনা সেন্টার ব্যাককে ধরে ফেলেছিলেন শাকিরা। ফলে সেদিন ভোর তিনটা পর্যন্ত বাইরে কাটাতে হয়েছিল পিকেকে।

২০১০ বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানে যখন গোটা বিশ্ব মজেছিল তখন গানের পাশাপাশি কলম্বিয়ান সঙ্গীত তারকায় মজেছিলেন পিকে। দিয়েছিলেন প্রেমের প্রস্তাব। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রায় একযুগের সংসার। বিয়ে যদিও করেননি। তাদের সংসারে আছে দুই সন্তান, মিলান (৯) ও শাশা (৭)। শেষ পর্যন্ত ভেঙেই গেল সেই ‘আদর্শ’ সংসার।

ISCREEN
BSH
Bellow Post-Green View