চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আমিরাতে সোহান ও জ্যোতিদের দুইরকম চ্যালেঞ্জ

এশিয়া কাপের পর মরুর ‍বুকে আবারও ছড়াচ্ছে ক্রিকেট উত্তাপ। দুবাইয়ে রোববার রাতে সংযু্ক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের পুরুষ দল। আর আবুধাবিতে নারী দল টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রাত ৮টায় শুরু ছেলেদের ম্যাচ। নুরুল হাসান সোহানের নেতৃত্বে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতির দলের শিরোপার লড়াই শুরু রাত ৯টায়।

অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ফিরে ফিরে পাওয়ার চ্যালেঞ্জ সোহান-লিটনদের। আর জ্যোতি-সালমা-রুমানাদের সামনে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাস নিয়ে দেশের মাটিতে এশিয়া কাপ মিশন শুরুর হাতছানি।

ফাইনাল খেলে জ্যোতির দল সরাসরি সিলেট এসে পৌঁছাবে। সেখানে ১ থেকে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে আসরটি।

২৭ সেপ্টেম্বর আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টি খেলে পরদিন ঢাকায় ফিরবে সোহানরা। ১ অক্টোবর সাকিব আল হাসানের নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে তারা। তারপর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আইসিসির অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ২৪ অক্টোবর হোবার্টে ‘সুপার টুয়েলভ’ পর্ব শুরু করবে বাংলাদেশ। সিপিএল খেলার কারণে মিরাতের বিপক্ষে সিরিজে নেই সাকিব।