চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিশ্ব পর্যটন দিবসে পুরস্কৃত শামসুল হক রিপনের দুই ছবি

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ফটো কম্পিটিশন ২০২২

বিশ্ব পর্যটন দিবস আজ। এদিন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর আয়োজনে ছবি প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে আলোকচিত্রী শামসুল হক রিপনের দুই ছবি তার মধ্যে একটি ছবি তৃতীয় হয়েছে।

স্বীকৃতি হিসেবে রিপন পেয়েছেন ক্রেস্ট ও ৩০ হাজার টাকা সম্মানি। বিশ্ব পর্যটন দিবসের আয়োজনে সোমবার (২৭ সেপ্টেম্বর) রিপনের হাতে পুরস্কার তুলে দেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, এমপি।

Bkash July

এক সময় শখে ছবি তুলতেন রিপন, কিন্তু এখন ছবি তোলা ই তার পেশা। এ বিষয়ে শামসুল হক রিপন বলেন, ‘আমি ঘুরে বেড়াতে ভালোবাসি। ইতোমধ্যে বাংলাদেশের ৫৬টি জেলার বিভিন্ন জায়গায় ঘুরেছি। ঘুরতে ঘুরতে মনে হলো আমি যা দেখছি বা দেখেছি তা স্মৃতির ফ্রেমে ধরে রাখা দরকার। তখন থেকেই আমি ক্যামেরায় ছবি তুলে রাখা শুরু করি। এরমধ্যে ২০১২ সালে আমাকে একটা অনলাইন নিউজ পোর্টাল তাদের সাথে যোগ দিতে বলল, আমি রাজি হয়ে গেলাম। এরপর থেকেই আমার পেশাগতভাবে ফটোসাংবাদিকতা শুরু।’

বর্তমানে দ্য বিজনেস পোস্ট-এ স্টাফ-ফটোসাংবাদিক হিসেবে কাজ করছেন শামসুল হক রিপন। এরআগে তিনি দৈনিক কালের কণ্ঠ, দৈনিক ভোরের পাতা, প্রিয় নিউজ, এনটিভি অনলাইনে কাজ করেছেন।

Reneta June

রিপন বলেন, এসব গণমাধ্যমে কাজ করতে গিয়ে আমি সমৃদ্ধ হয়েছি। আমার ছবি তোলার দক্ষতা বেড়েছে। তাই আজকের এই প্রাপ্তিতে আমি আমার সকল কর্মস্থল ও সেখানকার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই স্বীকৃতি আমাকে আরও অনেক ভালো কাজ করার প্রেরণা দেবে।

Labaid
BSH
Bellow Post-Green View