রাতে ইংল্যান্ডের মেয়েদের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামছে বাংলাদেশ। ম্যাচের সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে নিগার সুলতানা জ্যোতির লাল-সবুজের দলের সবকিছু। রাত ৮টায় শুরু ম্যাচ।
১১.২৪
ব্যাটারদের নিয়ে হতাশ জ্যোতি
মন্থর ব্যাটিংয়ে ইংল্যান্ডকে হারানোর সুযোগ হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে হতাশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
‘আমরা একটি ভাল দলকে হারানোর একটি ভাল সুযোগ হাতছাড়া করেছি। আমাদের বোলাররা ভাল করেছে, কিন্তু ব্যাটাররা হতাশ করেছে। পাওয়ার প্লে’র পরে খেলা নিয়ন্ত্রণে রেখেছিলাম। এই ধরনের পরিস্থিতে আমাদের একটি ভাল জুটি প্রয়োজন ছিল। পাওয়ার প্লে ভালো হয়নি, উইকেট দিয়ে এসেছি। আমি আর সোবহানা ভাল জুটি পেয়েছিলাম। কিন্তু আমি ভুল সময়ে আউট হয়েছি। সোবহানা ধরে রেখেছিল, আশা করি সামনের ম্যাচগুলোতেও সে ভাল করবে।’
১১.০৮
শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বড় একটা সুযোগই পেয়েছিল বাংলাদেশ। কিন্তু মন্থর ব্যাটিংয়ে সেটি হাতছাড়া করেছে নিগার সুলতানা জ্যোতির দল। ইংলিশ পরীক্ষায় হারতে হয়েছে ২১ রানে
১০.৫২
আম্পায়ার্স কলে ফিরে গেলেন মোস্তারি, আশা ক্ষীণ বাংলাদেশের
একপ্রান্ত আগলে রেখে ভালোই করছিলেন সোবহানা মোস্তারি। ১৮.৩ ওভারে চার্লি ডিনের ডেলিভারি পায়ে লাগে। ইংলিশদের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন টাইগ্রেস ব্যাটার। তবে লাভ হয়নি, আম্পায়ার্স কলেই কপাল পুড়ে। একটি করে চার ও ছক্কায় ৪৮ বলে ৪৪ রান করেন। তাতে জয়ের আশা নেই বললেই চলে বাংলাদেশের।
১০.৪৬
ফিরলেন ঋতু মনি, জয় থেকে অনেক দূরে বাংলাদেশ
তাজ নেহারের পর ফিরে গেলেন ঋতু মনি। নাট স্কেভার-ব্রান্টের বলে বোল্ড হয়েছেন। সোবহানা মোস্তারি একপ্রান্ত আগলে রেখে রান তুললেও অন্যপ্রান্তে ব্যাটারদের আশা-যাওয়ায় জয় থেকে অনেক দূরে বাংলাদেশ।
১০.৪০
তাজ নেহারকে ফেরালেন লিন্সে স্মিথ
৫৫ রানে স্বর্ণার উইকেট হারানোর পর ব্যাটে এসেছিলেন তাজ নেহার। সোবহানা মোস্তারিকে ভালোই সঙ্গ দিয়েছেন। ১৬.২ ওভারে লিন্সে স্মিথের বলে বোল্ড হয়ে ফিরে গেলেন। ৮০ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।
১০.২৭
ফিরে গেলেন স্বর্ণাও, চাপে বাংলাদেশ
১২.২ ওভারে চতুর্থ উইকেট হারিয়েছে টিম টাইগ্রেস। সারাহ গ্লেনের বলে বোল্ড হয়ে ফিরলেন ৪ বলে ২ রান করা স্বর্ণা আক্তার। আগের ওভারেই জ্যোতির উইকেট হারায় লাল-সবুজ দল।
১০.২২
রান আউট হয়ে ফিরে গেলেন জ্যোতি
বাংলাদেশ অধিনায়ক ভালোই শুরু করেছিলেন। ১১.৩ ওভারে স্কয়ার লেগে সুইপ করে রান প্রথম রান ঠিকঠাক নেন। দ্বিতীয় রান নিতে গিয়ে আর স্ট্রাইকে পৌঁছাতে পারেননি। রান আউট হয়ে ফিরে গেছেন ২০ বলে ১৫ রান করে।

১০.১৪
জ্যোতি-সোবহানায় এগোচ্ছে বাংলাদেশ
১৭ রানে দুই উইকেট হারানোর পর হাল ধরেছেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। ১০ ওভার শেষে ২ উইকেটে ৪২ রান তুলেছে টিম টাইগ্রেস। জিততে বাংলাদেশের আরও লাগবে ৭৭ রান, হাতে আছে ৬০ বল।
১০.০১
পাওয়ার প্লে-তে ইংলিশদের দাপট
১১৯ রানের লক্ষ্যে নেমে শুরুটা দেখেশুনে হলেও পরে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। পাওয়ার প্লে’র ৬ ওভারে দুই ব্যাটারকে হারিয়ে ২০ রান তুলেছে টিম টাইগ্রেস। ফিরে গেছেন দুই ওপেনার দিলারা ও সাথী।
০৯.৫৬
দিলারার পর ফিরে গেলেন সাথী
আগের ওভারেই দিলারা ফিরে গেছেন এলবিডব্লিউ হয়ে। পঞ্চম ওভারের প্রথম বলে বল উপরে তুলে দেন আরেক ওপেনার সাথী রাণী। সোফি একলিস্টোন ক্যাচ ধরতে ভুল করেননি। ১৭ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। ৯ বলে ৭ রান করেন সাথী।
০৯.৫৩
প্রথম উইকেট হারাল বাংলাদেশ, ফিরে গেলেন দিলারা
৩.২ ওভারে ১৬ রানে প্রথম উইকেট হারিয়েছে টিম টাইগার্স। চার্লি ডিনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান দিলারা আক্তার। ১২ বলে ৬ রান করেন দিলারা।
০৯.৪৪
দেখেশুনে শুরু বাংলাদেশের
ইংল্যান্ডের দেয়া ১১৯ রানের লক্ষ্যে নেমে সাথী রাণী ও দিলারা আক্তারে দেখেশুনে শুরু করেছে বাংলাদেশ। দুই ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৮ রান তুলেছে টিম টাইগ্রেস।
০৯.৩১
পাওয়ার প্লে-তে দাপট দেখিয়েছিল ইংল্যান্ড। পরে দারুণভাবে প্রত্যাবর্তন করেছে টিম টাইগ্রেস। ফাহিমা-নাহিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংলিশদের ১১৮ রানে থামিয়েছে বাংলাদেশ। মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিতে নিগার সুলতানা জ্যোতিদের দরকার ১১৯ রান।
০৯.২৬
বাংলাদেশকে ১১৯ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড-১১৮/৭ (২০)
ড্যানি ওয়াট হজ-৪১ (৪০), মায়িয়া ব্রুচার-২৩ (১৮)
ফাহিমা-২/১৮, নাহিদা-৩২/১৮, ঋতু মনি-২/২৪
০৯.২৩
ঋতুর আরও একটি সাফল্য
হেথার নাইটকে বোল্ড করে প্রথম উইকেট নিয়েছিলেন ঋতু মনি। ১৯.৪ ওভারে দ্বিতীয় সাফল্য ফেলেন। জ্যোতির স্টাম্পিংয়ে চার্লি ডিনকে ফেরালেন।
০৯.১৯
ষষ্ঠ সাফল্য এনে দিলেন নাহিদা
১৮.২ ওভারে ড্যানিয়েল গিবসনকে জ্যোতির ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন নাহিদা। টাইগ্রেস স্পিনারের দ্বিতীয় শিকার এটি। এরআগে ওয়াট-হজকে ফেরান।
০৯.১০
ফাহিমার দ্বিতীয় শিকার এলিচ ক্যাপসে
১৫.৫ ওভারে টাইগ্রেসদের পঞ্চম সাফল্য এনে দিলেন ফাহিমা। টাইগ্রেস বোলারের ডেলিভারি রিভার্স সুইপ করতে চেয়েছিলেন ক্যাপসে। বল উড়ে যায় নাহিদা আক্তারের কাছে। ৯০ রানে পঞ্চম উইকেট হারাল ইংল্যান্ড।
০৮.৫৮
ওয়াটকে ফিরিয়ে স্বস্তি এনে দিলেন নাহিদা
বাংলাদেশ বোলারদের সামনে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিলেন ড্যানি ওয়াট-হজ। একপ্রান্ত আগলে রেখে টাইগ্রেস বোলারদের চাপেই রেখেছিলেন। ১২.১ ওভারে তাকে ফিরিয়ে স্বস্তি এনে দিলেন নাহিদা। এগিয়ে এসে খেলতে গিয়ে বল মিস করেন ওয়াট। স্টাম্প ভাঙতে ভুল করেননি উইকেটরক্ষক জ্যোতি। ৭৬ রানে চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড। ৫ চারে ৪০ বলে ৪১ রান করেন ওয়াট।

০৮.৫২
হেথার নাইটকে বোল্ড করলেন ঋতু মনি
পাওয়ার প্লে’র পর দারুণ প্রত্যবর্তন বাংলাদেশের। ১১.২ ওভারে ইংলিশদের তৃতীয় উইকেট তুলে নিয়েছে টিম টাইগ্রেস। হেথার নাইটকে সরাসরি বোল্ড করে ফেরালেন ঋতু মনি। ৭ বলে ৬ রান করেছেন নাইট।
০৮.৩৮
দ্বিতীয় সাফল্য এনে দিলেন ফাহিমা
অষ্টম ওভারের শেষ বলে নাট স্কাইভার-ব্রান্টকে এলবিডব্লিউ করেন ফাহিমা। রিভিউ নিয়েও লাভ হয়নি। ৫ বলে ২ রান করে ফিরে যান ব্রান্ট। ৫৩ রানে দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড।
০৮.৩১
রাবেয়ার হাত ধরেই এসেছে প্রথম সাফল্য
সপ্তম ওভার শেষে প্রথম সাফল্য পেয়েছে বাংলাদেশ। পঞ্চম ওভারে ব্রুচারের ক্যাচ ছেড়ে দেন রাবেয়া খান। সপ্তম ওভারে বলে এসে ইংলিশ ওপেনারকে ফেরালেন। ১৮ বলে ২৩ রান করে নাহিদা আক্তারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ব্রুচার। ৪৮ রানে প্রথম উইকেট হারিয়েছে ইংল্যান্ড।
০৮.২৭
পাওয়ার প্লে-তে সাফল্যহীন টিম টাইগ্রেস
পাওয়ার প্লে-তে দাপট দেখিয়েছে ইংল্যান্ড। দুটি সুযোগ হাতছাড়ায় সাফল্যের দেখা মেলেনি বাংলাদেশের। পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ- ৪৭/০
০৮.২২
পয়েন্টে ক্যাচ ছেড়ে দিলেন রাবেয়া
৪.৩ ওভারে মারুফার বলে ক্যাচ দেন ব্রুচার। পয়েন্টে থাকা ফিল্ডার রাবেয়া খান পারেননি বল তালুবন্ধি করতে। ১৭ রানে জীবন পেলেন ব্রুচার। আরও একটি সুযোগ হারাল বাংলাদেশ।
০৮.১০
রান আউটের সুযোগ হাতছাড়া বাংলাদেশের
দ্বিতীয় ওভারে রান আউটের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ননস্ট্রাইক প্রান্তে বল স্টাম্পে লাগাতে সময়ক্ষেপন করেছেন নাহিদা আক্তার। মায়িয়া বুচার ততক্ষণে পৌঁছে যান। প্রথম শিকার তুলে নেয়ার সুযোগ হারায় বাংলাদেশ।
০৮.০৪
মারুফা আক্তারে ভালো শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪/০
০৭.৪০
ইংল্যান্ডের বিপক্ষে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। মুর্শিদা খাতুনের পরিবর্তে একাদশে জায়গায় পেয়েছেন দিলারা আক্তার।
০৭.৩২
টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো ইংল্যান্ড
৩.২২
আরও একটি মাইলফলকের সামনে জ্যোতি
শততম আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে নামার পর এবার একই সংস্করণে ২ হাজার রানের হাতছানি নিগার সুলতানা জ্যোতির সামনে। বাংলাদেশ অধিনায়ক ১০০ ম্যাচে করেছেন ১৯৬২ রান। আর ৩৮ করলেই প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ২ হাজার রানের মালিক হবেন টাইগ্রেস মিডলঅর্ডার ব্যাটার।
১২.১৯
জ্যোতিদের সামনে কঠিন পরীক্ষা
ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টিতে আগের তিন দেখায় তিনবারই হেরেছে বাংলাদেশ, যার সর্বশেষটি ২০১৮ সালে। আন্তর্জাতিক ক্রিকেটে আর একবারই দেখা হয়েছে এই দুই দলের, সেটি ২০২২ সালে ওয়ানডে বিশ্বকাপে। বোলিংয়ে মোটামুটি ভালো করলেও সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ঠিক ১০০ রানে। শারজায় আজ তাই কঠিন পরীক্ষাই দিতে হবে নিগারদের।
১২.০০
১০ বছর পর টি-টুয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে শুভ সূচনা করলেও পরের ম্যাচে টি-টুয়েন্টি ক্রিকেটের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ডের মেয়েরা। র্যাঙ্কিংয়ের সেরা তিনের মধ্যে থাকলেও ইংল্যান্ডকে ভয় পাচ্ছে না বাংলাদেশের মেয়েরা। আশা, নিজেদের সেরাটা দিতে পারলে ভালো ফলাফল করতে পারবেন তারা।
__________________________________
০৪-১০-২০২৪ (ম্যাচের আগেরদিন)
__________________________________
৭.৩৫
অলরাউন্ডার রিতু মনি জানালেন, ‘পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জেতার পর থেকে আমাদের মনটা ভালো ছিল। প্রথম ম্যাচ জেতার পরও আমাদের মন তেমনই আছে, ইংল্যান্ডের সাথে ভালো কিছুই আশা করছি। ইংল্যান্ড ভালো দল, তবে আমাদের দিক থেকে কোনো ছাড় দেয়া হবে না। আমরা আশা করছি যদি একটা লক্ষ্য দিতে পারি, জয়টা আমাদের হবে।’
৭.৩০
দ্বিতীয় ম্যাচে নামার আগে মিডল অর্ডারের ভরসা সোবহানা মোস্তারি ইংল্যান্ড ম্যাচ নিয়ে বলেছেন, ‘ইংল্যান্ড দল বরাবরই ভালো দল, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের সেরা তিনের মধ্যে থাকে। আমাদের খুব বেশি খেলা হয়নি ইংল্যান্ডের সাথে, তারপরও আমরা আশাবাদী। সেমিফাইনালে যাওয়ার জন্য ইংল্যান্ডের সাথে আমাদের কালকের যে ম্যাচ সেটা অবশ্যই বিবেচেনায় রাখব জেতার। বাকি ম্যাচগুলোও আমরা ধরার চেষ্টা করব।’
৭.২৬
উদ্বোধনী ম্যাচে শুভ সূচনা করলেও পরের ম্যাচে টি-টুয়েন্টি ক্রিকেটের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ডের মেয়েরা। র্যাঙ্কিংয়ে সেরা তিনের মধ্যে থাকলেও ইংল্যান্ডকে ভয় পাচ্ছে না বাংলাদেশ।








