শুদ্ধ সঙ্গীত প্রসারে বাংলা খেয়াল উৎসব
শুদ্ধ সঙ্গীত চর্চার প্রসারে দশমবারের মতো চলছে বাংলা খেয়াল উৎসব। ঐক্য ডট কম ডট বিডি পাওয়ার্ড বাই আমান টয়েস গার্ডেন শিরোনামে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় দু’শ’ শিল্পীর অংশগ্রহণে ভাষার মাসের আগের সন্ধ্যা থেকে পয়লা ফেব্রুয়ারি সকাল পর্যন্ত এ আসর চলে।