চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন বাদশা

বিবাহ বিচ্ছেদের পর নতুন করে পাঞ্জাবি নায়িকা ইশা রিখির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় র‌্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা। দীর্ঘ দিন ধরে চুটিয়ে প্রেমও করেছেন তারা। এবার সেই প্রেমের সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নিতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই যুগল।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র জানা গেছে, চলতি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করেছেন বাদশা-ইশা। উত্তর ভারতের গুরুদ্বারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। কয়েক দিন আগে কেনাকাটা করতে দেখা গেছে তাকে।

Bkash July

ধারণা করা হচ্ছে, বিয়ের কেনাকাটা করেছেন তারা। ইতোমধ্যেই এ জুটির ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাদশা কিংবা ইশা কেউই এ ব্যাপারে এখনো কিছু জানাননি।

কমন বন্ধুর মাধ্যমে পার্টিতে ইশার সঙ্গে পরিচয় হয় বাদশার। শুরুতেই তারা বুঝতে পেরেছিলেন তাদের চলচ্চিত্র ও সংগীতের রুচি এক। পরে বাদশা ও ইশা তাদের সম্পর্কের কথা নিজ নিজ পরিবারকে জানায়।

Reneta June

এর আগে জেসমিন নামে এক নারীর সঙ্গে ঘর বেঁধেছিলেন বাদশা। ২০২০ সালে ভেঙে গেছে এই সংসার। এই সংসারে তাদের এক কন্যা সন্তান আছে।  জেসমিন বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Labaid
BSH
Bellow Post-Green View