চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শাহরুখের ‘জওয়ান’-কে সুপারফ্লপ করানোর শপথ!

KSRM

‘পাঠান’-এর সাফল্যের পর শাহরুখ ভক্তদের চোখ এখন ‘জওয়ান-এর দিকে। তবে এই ছবিকে ফ্লপ করানোর হুমকি দিয়েছেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কেআরকে।

কেআরকে সামাজিক মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে লিখেছেন, “আমি কেআরকে শপথ নিচ্ছি, ‘জওয়ান’ সিনেমাটিকে সুপার ফ্লপ করে দম নেব! আর যদি ফ্লপ করাতে না পারি, তাহলে দেশ ছেড়ে লন্ডন চলে যাব! শুভ কামনা শাহরুখ!”

Bkash July

চার বছর বিরতির পর ‘পাঠান’ দিয়ে বড়পর্দায় ফিরে তাক লাগিয়ে দিয়েছেন শাহরুখ। ভেঙেছে একাধিক রেকর্ড। পাঠান ভক্তরা মুখিয়ে আছে শাহরুখের পরবর্তী ছবির জন্য। এর মাঝে কেআরকে’র এমন পোস্টে ক্ষুব্ধ শাহরুখ ভক্তরা। অনেকেই কেআরকের সমালোচনা করেছেন কমেন্ট বক্সে।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিটিতে শাহরুখকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। শাহরুখের বিপরীতে অভিনয় করবেন নয়নতারা। এছাড়াও খলনায়কের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতিকে।

Reneta June

২৫ আগস্ট ছবিটি তামিল, হিন্দি, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

সূত্র: কইমই 

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View