চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কার সঙ্গে পার্টিতে মত্ত শাহরুখ পুত্র আরিয়ান?

বহুজনের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। তারই মাঝে এবার ভাইরাল হলো ছোট পর্দার অভিনেত্রী নায়রা ব্যানার্জীর সাথে আরিয়ানের অন্তরঙ্গ মুহূর্তের ছবি!

মূলত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নায়রা ব্যানার্জী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শনিবার (২৫ মার্চ) রাতে আরিয়ানের সঙ্গে পার্টিতে থাকা কিছু ছবি এবং একটি ভিডিও শেয়ার করেন। যেখানে বেশ অন্তরঙ্গ ভাবে দেখা গেছে তাদের। অভিনেত্রী সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন ,‘প্রিয় মানুষদের সঙ্গে পাগল করা রাত।’ শুধু তা-ই নয়, আরিয়ানকে শুভেচ্ছাবার্তাও দেন তিনি।

Bkash July

তাতেই যেন মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবিগুলো। যা নিয়েই এখন প্রেমের গুঞ্জন চলছে নায়রা-আরিয়ানের। তবে পার্টিতে নায়রা-আরিয়ানের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন রোশনি ওয়ালিয়া ও নেহা মালিক।

ছোট পর্দা ছাড়াও নায়রাকে এর আগে দেখা গিয়েছিল ‘ওয়ান নাইট স্ট্যান্ডস্’ ছবিতে। এছাড়াও তেলেগু, মালায়ালাম ও কন্নড় ছবিতেও কাজ করেছেন তিনি। আপাতত ‘পিশাচিনী’ সিরিয়ালের মূখ্য ভূমিকায় দেখা যায় নায়রাকে।

Reneta June

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে ২০২৩ সালেই বলিউডে অভিষেক হওয়ার কথা চলছে আরিয়ানের। তবে নায়ক নন, পরিচালকের আসনই নাকি পছন্দ শাহরুখ খানের বড় পুত্রের ।

এর আগে চলতি বছরের শুরুতে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল আরিয়ানের। তবে পরবর্তীতে সেই গুঞ্জনে পানি ঢেলে দেন সাদিয়া খান নিজেই।

সূত্র: ইন্ডিয়া টাইমস

Labaid
BSH
Bellow Post-Green View