কষ্টের ফল ‘সিক্স প্যাক’, ঈদের খুশিতে শুভ!
১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে আরিফিন শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’
হাড়ভাঙা শ্রমের ফল পেতে যাচ্ছেন আরিফিন শুভ! এই পরিশ্রমকালীন তিনি ভেবেছিলেন হয়তো পারবেন না, হোঁচট খেয়েছিলেন; তবে আবার উঠে দাঁড়িয়েছেন। এখনও সেই ব্যথা মাঝেমধ্যে সইতে হয় শুভকে। তার এসব শ্রমের মূল কারণ ছিল ‘সিক্স প্যাক’।
নিকটে অতীতে বাংলা সিনেমার নায়কদের ‘সিক্স প্যাক’ তো দূরে থাক, সুঠাম দেহরেই দেখা মিলতো না। সেখানে ‘সিক্স প্যাক’ করে তাগ লাগিয়েছেন নায়ক শুভ! শুভর সেই সিক্স প্যাক বানানোর ছবি ‘ব্ল্যাক ওয়ার’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে।
করোনার আগেই শুরু হয়েছিল ‘মিশন এক্সট্রিম’। একইসঙ্গে ছবিটির দ্বিতীয় পার্ট করা হয়, নাম ‘ব্ল্যাক ওয়ার’। আগেই ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পেলেও সেখানে শুভর সিক্স প্যাক খোলাখুলিভাবে দেখা যায়নি, তবে নমুনা দেখা গিয়েছিল। আগামী ১৩ জানুয়ারি ‘ব্ল্যাক ওয়ার’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
এতেই দেখা যাবে শুভর কাঙ্ক্ষিত সেই ‘সিক্স প্যাক’। রবিবার প্রকাশিত ট্রেলারে সেই ইঙ্গিত পাওয়া গেছে। প্রকাশিত ট্রেলারটি নেটিজেনদের মাঝে সাড়া ফেলেছে। তিন বছরের অপেক্ষার পালা শেষ হওয়ার পর ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পেতে যাওয়ার ঘটনা তাই শুভর কাছে যেন ‘ঈদের খুশির’ মতোই!

আরিফিন শুভ বলেন, একটানা রোজা পালনের পর ঈদ এলে যেমন খুশি লাগে ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তিতে আমার ঠিক তেমনই লাগছে। আমি ভীষণ এক্সাইটেড। একটা বড় টিম লম্বা সময় ধরে নানা চড়াই উৎরাই ও হৃদয়ে রক্তক্ষরণ টাইপের ঘটনার পর কাজটি শেষ করেছে, আর সেই কাজটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। এই ছবির জন্য আমি যতটা শারীরিক এবং মানসিক শ্রম দিয়েছি অন্য কোনো ছবির ক্ষেত্রে দেইনি। তাই এই ছবির প্রতি আমার আগ্রহ অনেক বেশী।
‘ব্ল্যাক ওয়ার’ পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবি। দেশীয় দর্শক এই অ্যাকশন স্বাদ নিতে পারে ভারতের দক্ষিণী ছবি থেকেও। সে কারণে বাংলা ছবির সঙ্গে ওইসব ছবির তুলনা করে ফেলেন অনেকে। শুভ জানান, এই তুলনা করাটা মোটেও উচিত না। কারণ বাংলা ছবি তৈরি করতে হয় নানা সীমাবদ্ধতায়।
তিনি বলেন,‘আমাদের অনেক সীমাবদ্ধতায় থেকে কাজ করতে হয়। তাই আমাদের ছবির সাথে কেজিএফ বা পুষ্পার তুলনা করবেন না। আমরা ক্যামেরার ছোট ক্রেন দিয়ে অ্যাকশান দৃশ্যের শুটিং করি। কিন্তু পার্শ্ববর্তী দেশে তিনচার তলার সমান বিশাল ক্রেনের উপর ফ্রেম করে উপরে শুটিং করা হয়। কাজেই বলার আর অবকাশ নেই যে আমরা কতটা সীমাবদ্ধতার মধ্য থেকে কাজ করি। ব্যক্তিগতভাবে আমি ভালো করার জন্য চেষ্টায় কমতি রাখছি না।’
পুলিশের ভয়ানক একটি অভিযান নিয়ে অ্যাকশন থ্রিলার ধর্মী এই ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়শন। পরিচালনা করেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। নির্মাতা সানী বলেন, মিশন এক্সট্রিম দেখে অনেকের মনে কিছু কিছু প্রশ্ন জেগেছে। ব্ল্যাক ওয়ার-এর মাধ্যমে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
আরিফিন শুভ ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ প্রমুখ।
ট্রেলারে ‘ব্ল্যাক ওয়ার’