বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের কাছে ৬২-২৮ পয়েন্টে হেরেছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দেশটি প্রথমবার আসরে অংশ নিয়ে টানা তিন খেলায় হারের মুখ দেখল।
শুক্রবার বিকেলে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে স্পষ্ট ব্যবধানে এগিয়ে যায় নেপাল। আর্জেন্টিনা তেমন কোন প্রভাব বিস্তার করতে পারেনি। ৩১-১২ পয়েন্টে শেষ হয় প্রথমার্ধ। ১২ মিনিটের মাথায় নেপাল লোনা পায়।
দ্বিতীয়ার্ধে আরও প্রভাব বিস্তার করে খেলতে থাকে হিমালয়ের দেশটি। ২৪ এবং ৩১ মিনিটে আদায় করে নেয় লোনা। শেষপর্যন্ত পয়েন্টের জয়ে সন্তুষ্ট থেকে ম্যাট ছাড়ে নেপালিজরা। ম্যাচসেরা হন নেপালের বন্ধু রানা।
এর আগে ইরাক ও বাংলাদেশের কাছে হেরেছিল আর্জেন্টিনা। শনিবার তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।