চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মাহির মা হওয়ার খবরে যে মিল খুঁজলেন অপু!

মঙ্গলবার (২৮ মার্চ) রাতে প্রথমবার পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার সন্তান হওয়ার খবরটি প্রকাশিত হলে ভক্ত-অনুরাগীদের অভিনন্দন বার্তায় সিক্ত হচ্ছেন এই নায়িকা। পাশাপাশি সহকর্মী অভিনেতা-অভিনেত্রীরাও শুভ কামনা জানাচ্ছেন।

এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই সিনেমার আরেক আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। সহকর্মী মাহির মা হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন অপু। মাহির দেয়া একটি পোস্ট নিজের ফেসবুক দেয়ালে শেয়ার করেছেন তিনি। যে ছবিতে স্বামী রাকিব সরকারের কোলে সদ্যজাত মাহির ছেলে!

Bkash July

মাহির সেই পোস্টটি শেয়ার করে অপু লিখেছেন,‘জয় যখন প্রথম আসলো, মাহিয়া মাহি বলেছিলো আমারও একটা জয়ের মতো রাজপুত্র হোক! মাশাআল্লাহ, তোমারও জয়ের মতো একটা রাজপুত্র হয়েছে।’

এরইমধ্যে একটি মিল খুঁজে পেয়েছেন অপু বিশ্বাস। মাহির উদ্দেশে তিনি লিখেন, ‘২৮ মার্চ তোমার রাজপুত্রের জন্মদিন, ২৮ মার্চ জয়ের পাপার (শাকিব খান) জন্মদিন।’

Reneta June

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাত ১১ টা ২০ মিনিটে প্রথমবার এক ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন মাহি। ফেসবুকে সন্তানের ছবি শেয়ার করে ভক্তদের সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী।

Labaid
BSH
Bellow Post-Green View