চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মাইক্রোসফটে অল্টম্যানের নিয়োগ ‘বৃহত্তম অভ্যুত্থান’: অনুপম মিত্তল

গত শুক্রবার অজানা কারণে চ্যাট জিপিটির মূল সংস্থা ওপেন এআই-এর সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয় স্যাম অল্টম্যানকে। এরপর প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ওপেন এআই-এর সাবেক সিইও স্যাম অল্টম্যানকে তার প্রতিষ্ঠানে নিয়োগের ঘোষণা দেন। এই ঘোষণার প্রতিক্রিয়ায় ‘শার্ক ট্যাংক ইন্ডিয়ার’ বিচারক অনুপম মিত্তাল বলেন, নাদেলার এই পদক্ষেপ ইতিহাস এবং ভবিষ্যতের সবচেয়ে বৃহত্তম অভ্যুত্থানগুলোর একটি। 

এনডিটিভি জানিয়েছে, স্যাম অল্টম্যানের অপসারণের জন্য দুঃখ প্রকাশ করে ওপেন এআই এর প্রধান বিজ্ঞানী ইলিয়া সুটস্কেভারের একটি পোস্টের প্রতিক্রিয়ায় ‘সাদি ডট কমে’র প্রতিষ্ঠাতা অনুপম মিত্তাল লিখেছেন, আপনি যখন ‘বোর্ড রান কস’ এবং বহিরাগত এমজিএমটি কাঠামোর সাথে বিঘ্নিত প্রযুক্তি তৈরি করার চেষ্টা করেন তখন আপনার সাথে এটিই ঘটবে।

Bkash

তিনি লিখেছেন, প্রোগ্রামের সাথে যোগ দিন এবং সম্পূর্ণ দায়মুক্তির সাথে কাজ করার মতো আচরণ করা বন্ধ করুন। আপনি যদি ভাল সিদ্ধান্ত নিতে না পারেন বা আপনার সিদ্ধান্তের পিছনে দাঁড়াতে না পারেন তবে পদত্যাগ করুন।

অনুপম মিত্তাল আরও লিখেছেন, নাদেলার স্যাম অল্টম্যানকে মাইক্রোসফটে নিয়োগের বিষয়টি ইতিহাস এবং ভবিষ্যতের সবচেয়ে বড় অভ্যুত্থানগুলোর একটি।

Reneta June

উল্লেখ্য, স্যাম অল্টম্যানকে মাইক্রোসফটে নিয়োগ প্রসঙ্গে নাদেলা এক্সে (টুইটার) জানিয়েছিলেন, নতুন এবং উন্নত প্রযুক্তির কৃত্রিম মেধা (এআই) নিয়ে মাইক্রোসফটের গবেষণায় নেতৃত্ব দেবেন স্যাম।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View