চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অমিতাভের শরীরে বাসা বেঁধেছে নতুন রোগ?

চলতি মাসের শুরুতে ‘প্রজেক্ট কে’র শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। আসন্ন ছবিটির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই পাঁজরে গুরুতর চোট লাগে অভিনেতার। চোট সারতে যে সময় লাগবে, অভিনেতা নিজেই জানিয়েছিলেন সেটা।

তবে তারই মাঝে এবার নতুন এক রোগ দেখা দিল অমিতাভের শরীরে। যার ফলে চলাফেরা প্রায় বন্ধ তার। অবস্থা এমন যে, মাটিতে পা ফেলতেও পারছেন না তিনি।

Bkash July

সম্প্রতি অভিনেতা নিজের ব্লগে স্বাস্থ্যের অবস্থা জানিয়ে লেখেন, পাঁজরের যন্ত্রণা তো ছিলই। পায়ের নীচে কড়া পড়েছে, অভিনেতার কথায়, এটি ক্যালাস। যার ফলে অসহ্য যন্ত্রণা পোহাতে হচ্ছে তাঁকে।

মূলত এটি পায়ের পাতায় বা হাতের তালুর চামড়া শুষ্ক হয়ে গিয়ে কড়ার মতো দেখতে হয়ে যায়। যদিও রোগটা খুব জটিল না, তবে যন্ত্রণা হয় অসহ্য। অমিতাভের ক্ষেত্রে এই ক্যালাসের ভিতরে ফোস্কা তৈরি হয়েছে, যার ফলে বেজায় কষ্ট পেতে হচ্ছে তাকে। অবস্থা এমন হয় যে, রোজ রাতেই বাড়িতে চিকিৎসক ডাকতে হচ্ছে।

Reneta June

তবে এত যন্ত্রণার মাঝেও আত্মবিশ্বাসী অমিতাভ। তাইতো নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ, খুব শিগগির সুস্থ হয়ে উঠব, আবারও র‌্যাম্পে দেখা হবে।’’

এর আগেও শুটিং সেটে আঘাত পাওয়ার ঘটনা ঘটেছে অমিতাভ বচ্চনের সঙ্গে। ৮০ এর দশকে ‘কুলি’ ছবির শুটিং করার সময় তিনি ভয়ানক আঘাত পেয়েছিলেন। সেই আঘাত এতটাই গুরুতর ছিল তখন অনেকেই ভেবেছিলেন যে বলিউডের শাহেনশাহ হয়তো আর সুস্থ হবেন না। তবে সব ভয় উড়িয়ে দিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বলিউডে রাজত্ব করেছেন অভিনেতা।

আসন্ন ‘প্রজেক্ট কে’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। প্রভাস ও দীপিকার সঙ্গে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Labaid
BSH
Bellow Post-Green View