মুম্বাইয়ের প্রবল বৃষ্টিতে যেমন সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, তেমনই ক্ষতিগ্রস্ত হয়েছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাংলো প্রতীক্ষাও।
হ্যাঁ, জুহু এলাকায় তার আইকনিক বাংলোয় বন্যার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটি সেই বাংলো যেখানে বিগ বি প্রথম তার বাবা-মায়ের সঙ্গে থাকতেন।
জুহুতে বচ্চন পরিবারের মোট তিনটি বিলাসবহুল বাংলো রয়েছে – জলসা, জনক এবং প্রতীক। বৃষ্টির প্রভাব পড়েছে জুহু এলাকায়ও যেখানে বড় বড় চলচ্চিত্র তারকাদের বাংলো রয়েছে। এদিকে অমিতাভ বচ্চনের বাংলোর বাইরে ও ভেতরে জল ঢুকে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ছবি ও ভিডিও। এটি সেই বাংলো যা তিনি সম্প্রতি কন্যা শ্বেতা বচ্চনকে উপহার দিয়েছেন।
১৯৭৬ সালে প্রথম বাংলোটি কিনেছিলেন অমিতাভ বচ্চন, যার বর্তমান মূল্য ৫০ কোটি টাকারও বেশি। বিশেষ বিষয় হল, এই বাড়িতেই তার দুই সন্তান শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চনের জন্ম হয়েছিল। বাড়িটির নামকরণ করেছিলেন বিগ বি-র বাবা তথা বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন।
প্রাথমিকভাবে অমিতাভ তার বাবা হরিবংশ রাই বচ্চন এবং মা তেজি বচ্চনের সাথে এই বাড়িতে থাকতেন, পরে পুরো পরিবার তাদের বর্তমান বাড়ি জলসায় চলে যায়, যা প্রতীক্ষা থেকে প্রায় এক কিলোমিটার দূরে।- ইন্ডিয়া ডটকম








