রেকর্ড ট্রান্সফারে সৌদি লিগের দল আল নাসেরে নাম লিখিয়ে ম্যাচও খেলে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা লিগে প্রথম নেমে অবশ্য গোলের দেখা পাননি। তবে আল ইত্তেফাকের বিপক্ষে তার দল ঠিকই জয় তুলেছে, ১-০ গোলে। ম্যাচে রোনালদোকে দিয়ে গোল করানোর আপ্রাণ চেষ্টা দেখে শিষ্যদের নিয়ে কথা বলেছেন আল নাসেরের কোচ রুদি গার্সিয়া।
‘মাঠে স্বাভাবিক খেলাটা খুবই জরুরি এবং সবসময়ই যে ক্রিস্টিয়ানোকে বল দিতে হবে বিষয়টি এমন নয়। মাঠে তাদের সঠিক সিদ্ধান্ত নিতে বলেছিলাম। রোনালদো এবং তালিসকা যখন সঠিক জায়গায় আর বল চাইবে তখন অবশ্যই দিতে হবে। খেলায় তারা স্পষ্ট পার্থক্য গড়ে দিতে পারে। আজ আমরা ভালো পজিশনে কিছু বল পেয়েছিলাম, কিন্তু ক্রস করার জন্য বক্সে তেমন খেলোয়াড় ছিল না, অনেক সময় রোনালদো বা তালিসকাও থাকবে না। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’
নতুন পরিবেশে রোনালদোকে খাপ খাইয়ে নিতে সহায়তার পরামর্শ গার্সিয়ার, ‘সবাই জানে রোনালদো পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তাকে ভালো পরিবেশ দেয়া আমাদের উপর নির্ভর করছে। আমি চাই এখানে সে খেলাটা উপভোগ করুক এবং প্রথম ম্যাচে খুশিই ছিল।’
রোনালদোর অভিষেক ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিসকার গোলে জিতেছে আল নাসের।