চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

হবিগঞ্জে ছাত্র ইউনিয়নের ওপর হামলায় জাবিতে বিক্ষোভ

হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ছাত্র ইউনিয়নের সহায়তা কেন্দ্রে ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল হয়েছে।

সোমবার ২৩ জানুয়ারি দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি নতুন কলাভবন ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

Bkash July

বিক্ষোভ মিছিলে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে ছাত্র ফ্রন্টের জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, ‘হবিগঞ্জের মতো নওগাঁতেও ছাত্রফ্রন্টের কর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা ন্যাক্কারজনক হামলা করেছে। ছাত্রলীগের এই চরিত্র এখন চরম অসহিষ্ণু পর্যায়ে পৌঁছে গেছে। চূড়ান্তভাবে ফ্যাসিবাদের ছাপোষা সংগঠন হিসেবে ছাত্রলীগের এই গুন্ডামি চরিত্র সংগঠনটির গৌরবোজ্জ্বল ইতিহাসকেই কলঙ্কিত করছে।’

ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, ‘ছাত্রলীগের পেশিশক্তির রাজনীতি দেশের গণতন্ত্র চর্চাকে ভুলুন্ঠিত করেছে। কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেই ছাত্রলীগ সন্ত্রাসীর ভুমিকায় সেখানে উপস্থিত হয়ে আক্রমণ চালায়। গত ১৮ ডিসেম্বর জাবিতেও স্বৈরাচারবিরোধী মশাল মিছিলে ছাত্রলীগ হামলা চালায়। এদেশে শহীদ মিনার তৈরি হয়েছিলো ভাষার স্বাধীনতার স্বারক হিসেবে। সেই শহীদ মিনারের পাদদেশেই সেদিন ছাত্রলীগ আমাদের মুখ চেপে ধরতে আসে, আমাদেরকে হুমকি-ধামকি দেয়। এমনকি আমাদেরকে কোন ভঙ্গিতে কথা বলতে হবে এবং কি কি বলা যাবে না সে ব্যাপারে সতর্কতা জারি করে।’

ISCREEN
BSH
Bellow Post-Green View