গেল মাসেই শেষ হয়েছে সালমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর শুটিং। আর এবার জানা গেল আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ছবিটির টিজার। যার ঘোষণা নিজেই দিয়েছেন সালমান।
সোমবার (২৩ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ‘কিসি কা ভাই কিসি কি জান’ এ নিজের লুকের একটি ছবি পোস্ট করে সালমান লেখেন, ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর টিজার এবার দেখুন বড়পর্দায়, আগামী ২৫ জানুয়ারি’।
অর্থাৎ, ছবিটির টিজার দেখতে পাওয়া যাবে শাহরুখ খানের ‘পাঠান’ ছবি চলাকালীনই। কেননা একই দিনে বড় পর্দায় মুক্তি পাবে শাহরুখের ‘পাঠান’ ও। শাহরুখ খানের কামব্যাক ছবিকেই নিজের আগামী ছবির টিজার লঞ্চের জন্য বেছে নিয়েছেন ভাইজান।
‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। এছাড়াও ছবিটিতে অভিনয় করছেন ভেঙ্কটেশ দাজ্ঞুবতি, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিংহ, অভিমন্যু সিংহ, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, জসসি গিল, পালক তিওয়ারি ও শেহনাজ গিল।

ফারহাদ সামজি পরিচালিত এই অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ঈদে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস