চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কুবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

KSRM

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ (কুবি) মোট ৯টি কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু হয়ে ১ টায় শেষ হয়।

এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯ হাজার ১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও আরও ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Bkash July

কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, সব কেন্দ্রেই নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা নেয়া হয়েছে। কিন্তু টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে পরীক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেখা গেছে।

টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কেন্দ্রের কেন্দ্র সমন্বয়ক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, আমরা সবাইকে বলেছি যাতে ফোন না নিয়ে প্রবেশ করে। কিন্তু তারপরেও যদি কেউ নিয়ে আসে সেক্ষেত্রে তো আমাদের কিছু করার নাই। আমরা পরীক্ষা শুরুর আগে আবারও শিক্ষার্থীদের সামনে ফোন রেখে পরীক্ষায় বসতে বলেছি।

Reneta June

পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কল্যাণী মজুমদার নামে এক শিক্ষার্থী বলেন, লোডশেডিংয়ের কারণে একটু সমস্যা ছিল। হলে ঘড়ি ছিল না। ফলে সময় দেখতে সমস্যার সম্মুখীন হয়েছি। এছাড়া কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে।

আব্দুল্লাহ ফয়সাল নামে এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষার পরিবেশ ঠিক ছিল। কোন সমস্যা হয়নি। তবে পরীক্ষা শর্ট সিলেবাসে হওয়ার কথা থাকলেও ফুল সিলেবাসে হয়েছে।

পরীক্ষার্থীর সাথে আসা আব্দুল ওয়াহাব নামে এক অভিভাবক বলেন, পরিবেশ সুন্দর ছিল। কোন সমস্যা হয়নি। আগামী দিনেও যাতে এমন পরিস্থিতি বজায় থাকে।

কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক বলেন, আমরা সফলভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে পেরেছি। এবার কেন্দ্র বেশি হওয়ায় মোট কত শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন সেটা জানতে একটু দেরি হবে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View