চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘লাল সিং’ চরিত্রে ছেলে জুনাইদকে চেয়েছিলেন আমির

আর কিছুদিন পরেই বড়পর্দায় আসছে আমির খানের বহু প্রতীক্ষিত ‘লাল সিং চাড্ডা।’ এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আমির। তবে ছবির প্রি-প্রোডাকশনের সময় আমির চেয়েছিলেন মূল চরিত্রে তার ছেলে জুনাইদ খানকে নিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি।

আমির জানান, তিনি নির্মাতা আদভাইত চন্দনকে বলেছিলেন, মূল চরিত্রের জন্য জুনাইদের পরীক্ষামূলক শট নিতে। নেয়া হয়েছিল। জুনাইদ খুব ভালো পারফর্মেন্স দেখিয়েছিল। পুরো পরিবার সহ প্রায় ১০০ মানুষ দেখেছিলেন সেই অভিনয়। সবার কাছেই মনে হয়েছিল ‘লাল সিং’ চরিত্রে জুনাইদ ‘পারফেক্ট’। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে ফেলা হয়। এ নিয়ে অনেক আলাপ-আলোচনার পরে শেষ পর্যন্ত আমিরই রাজি হন মূল চরিত্রে অভিনয় করার জন্য।

Bkash July

আমির জানান, স্ক্রিপ্ট রাইটার অতুল কুলকার্নি ও আদিত্য চোপড়ার চাপে ‘লাল সিং’ চরিত্রে আমিরকেই অভিনয় করতে হয়েছে। তাদের মনে, নতুন কেউ এই ছবি না করাই ভালো হবে।

অভিনেতার মতে, তার ছেলে জুনাইদ খুবই প্র্যাকটিক্যাল মানুষ। সিদ্ধান্ত বদলে তাই হতাশ হননি তিনি। জুনাইদের মতে, নতুন অভিনেতা হিসেবে এই ছবির বাজেট অনেক বেশি।

Reneta June

‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমির ছাড়াও রয়েছেন কারিনা কাপুর খান, মোনা সিং, নাগা চৈতন্য ও নেগার খান। ১৯৯৪ সালে টম হ্যাঙ্কসের বিখ্যাত ছবি ফরেস্ট গাম্পের রিমেক এই ছবি। ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Labaid
BSH
Bellow Post-Green View