চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আবারও আলোচনায় আমির-ফাতিমার প্রেম!

আমির খান ও কিরণ রাওয়ের বিচ্ছেদের পর জল্পনা শুরু হয়েছিল মিস্টার পারফেকসনিস্ট আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে। আমির-ফাতিমার সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল সেই সময়ে। তবে মাঝে বেশ কিছুদিন বিষয়টি ছিল চর্চার বাইরে। সামাজিক মাধ্যমে এক ভিডিও ছড়িয়ে পড়ার পরে নতুন করে আবারও আলোচনায় আমির-ফাতিমার সম্পর্ক।

সম্প্রতি আমির ও ফাতিমার পিকলবল খেলার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। এই ভিডিওই গুঞ্জনে ঘি ঢেলেছে। ইনস্টাগ্রামে এক পাপারাজ্জির শেয়ার করা ভিডিওটিতে, আমির খানকে অভিনেতাকে লাল টি-শার্টের সঙ্গে কালো ট্র্যাক প্যান্ট এবং ফাতিমাকে ক্যাজুয়াল ছাই রঙা শার্ট এবং কালো হাফপ্যান্ট পরা অবস্থায় দেখা গিয়েছে। নেটিজেনরা ভিডিওটি দেখে মন্তব্য করেছেন ‘লাভ বার্ডস’।

Bkash July

আমির খানের পরিবারের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ফাতিমা। আমিরের মেয়ের সঙ্গেও ফাতিমার সম্পর্ক দারুণ।

নীতেশ তিওয়ারির স্পোর্টস ড্রামা দঙ্গল-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ফাতিমা। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুপারস্টার আমির খান। তখন থেকেই আমির খানের সঙ্গে ফাতিমার প্রেমের গুঞ্জন শোনা গেছে।

Reneta June

 

View this post on Instagram

 

A post shared by yogen shah (@yogenshah_s)


সূত্র: হিন্দুস্তান টাইমস

Labaid
BSH
Bellow Post-Green View