চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গ্রিক দেবতা প্যানের ১৭০০ বছরের পুরনো মূর্তি তুরস্কে

তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে প্রায় ১৭০০ বছরের পুরাতন গ্রীক দেবতা প্যানের একটি প্রাচীন মূর্তি আবিষ্কার করা হয়েছে। এটি একটি অর্ধ-মানুষ ও অর্ধ-ছাগল মূর্তি।

ইস্তাম্বুল শহরের মেয়র একরেম ইমামোগলু গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেন, সারাচেন আর্কিওলজি পার্কে অবস্থিত সেন্ট পলিউক্টাসের বাইজেন্টাইন গির্জায় রোমান যুগের একটি মার্বেল মূর্তি পাওয়া গেছে। এ প্রাচীন নিদর্শনটি ১৭০০ বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে।

গ্রীক পৌরাণিক কাহিনীতে বলা হয়, অর্ধ-মানুষ ও অর্ধ-ছাগল মূর্তিটি হলো পশুপালক ও দেহাতি (পল্লী) সঙ্গীতের দেবতার অবয়ব। এই দেবতা উর্বরতার একটি প্রতীক হিসেবেও পরিচিত।

এর আগে চলতি মাসেই ইস্তাম্বুল শহরের কেন্দ্রস্থলের একটি প্রত্নতাত্ত্বিক পার্কে রোমান যুগের আরেকটি মূর্তি পাওয়া যায় যা বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।